ভারতের বিহার রাজ্যের সাসারাম শহরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১ এপ্রিল) এই বিস্ফোরণে ৫ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পরই দ্রুত আহত ব্যক্তিদের হাসপাতালে নেয়া হয়।
বিহারে রামনবমীর রাতে সহিংসতার ঘটনার মাত্র একদিন পরেই এ বিস্ফোরণের ঘটনা ঘটলো।
সাসারামের পুলিশ কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার বলেন, ‘একটি বোমা বিস্ফোরণ হয়েছে। আহতদের বিএইচিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা সব দিক মাথায় রেখেই ঘটনাটি তদন্ত করছি।’
বিস্ফোরণটি হয়েছে একটি ঝুপড়ি ঘরে এবং সেই এলাকা থেকে একটি বাইকও জব্দ করেছে।
এদিকে শনিবার বিহারে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধির খবর পাওয়া গেছে। রাজ্যের দুটি ভিন্ন অঞ্চলে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
স্থানীয়রা বলছেন, বিহার শরীফের পাহাড়পুর এলাকায় এবং সোহসরাই থানার খাসগঞ্জ এলাকায় পৃথক সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।
উত্তেজনা কমিয়ে আনতে পুলিশ সংঘর্ষ হওয়া এলাকাগুলোতে ১৪৪ ধারা জারি করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জনগনকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পরপরই ফরেনসিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে। তবে এখনো এই বিস্ফোরণের কারণ বা উদ্দেশ্য জানা যায়নি।
অনু/দীপ্ত সংবাদ