ভারতের ১৮তম লোকসভার নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বিনোদন জগতের তারকারা। হেমা মালিনী, অরুণ গোভিল, মনোজ তিওয়ারি, রবি কিষাণসহ অনেকেই জয় পেয়েছেন। প্রথমবারেই চমক দেখিয়েছেন কঙ্গনা রনৌত। এ ছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে জিতেছেন শত্রুঘ্ন সিনহা, রচনা ব্যানার্জি, দেব, শতাব্দী রায়সহ অনেকে।
কঙ্গনা রনৌত
জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। রাজনীতিতে নেমেই ছক্কা হাঁকালেন কঙ্গনা। কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিংহের বিপক্ষে ৭৪ হাজার ৭৫৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।
হেমা মালিনী
উত্তর প্রদেশের মথুরা আসনে বিজেপির প্রার্থী হন বলিউডের অভিনেত্রী হেমা মালিনী। তৃতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হলেন তিনি। চলচ্চিত্রজগতের তারকাদের মধ্যে সবচেয়ে বাজিমাত করেছেন হেমা। কংগ্রেস নেতা মুকেশ ধনগরকে ২ লাখ ৯৩ হাজার ৪০৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন অভিনেত্রী।
শত্রুঘ্ন সিনহা
পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়েছেন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বিজেপির প্রার্থী সুরেন্দরজিৎ সিং আলুওয়ালিয়াকে ৫৯ হাজার ৫৬৪ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি।
অরুণ গোভিল
উত্তর প্রদেশের মেরট আসন থেকে বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়ান টিভি পর্দার অভিনেতা অরুণ গোভিল। ১০ হাজার ৫৮৫ ভোটের ব্যবধানে জিতেছেন অরুণ।
মনোজ তিওয়ারি
তৃতীয়বারের মতো জয় পেলেন ভোজপুরি সিনেমার অভিনেতা মনোজ তিওয়ারি। বিজেপির প্রার্থী হয়ে তিনি দাঁড়িয়েছিলেন উত্তর–পূর্ব দিল্লি কেন্দ্রে। ১ লাখ ৩৮ হাজার ৭৭৮ ভোটের ব্যবধানে কংগ্রেস নেতা কানহাইয়া কুমারকে হারিয়েছেন মনোজ।
রবি কিষাণ
উত্তর প্রদেশের গোরখপুর কেন্দ্রে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন রবি। সমাজবাদী দলের নেত্রী কাজল নিষাদকে তিনি হারিয়েছেন ১ লাখ ৩ হাজার ৫২৬ ভোটের ব্যবধানে।
দেব
তৃতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গের অভিনেতা ও প্রযোজক দেব। এবারও ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। ১ লাখ ৮২ হাজার ৮৬৮ ভোটের ব্যবধানে হিরণকে হারিয়েছেন দেব।
রচনা ব্যানার্জি
রাজনীতিতে নেমেই বাজিমাত করলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। তৃণমূলের প্রার্থী হয়ে তিনি দাঁড়িয়েছিলেন পশ্চিমবঙ্গের হুগলি কেন্দ্রে। তাঁর বিপরীতে বিজেপির প্রার্থী ছিলেন আরেক অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। ৭৬ হাজার ৭৫৩ ভোটের ব্যবধানে জিতেছেন রচনা।
শতাব্দী রায়
নব্বইয়ের দশকের টালিউড অভিনেত্রী শতাব্দী রায় দাঁড়িয়েছিলেন বীরভূম কেন্দ্রে। ১ লাখ ৯৭ হাজার ৬৫০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শতাব্দী। এ নিয়ে চতুর্থবার সাংসদ নির্বাচন হলেন তিনি।
এছাড়া তৃণমূলের সায়নী ঘোষ জিতেছেন যাদবপুর আসন থেকে। অভিনেত্রী জুন মালিয়া জিতেছেন মেদিনীপুর কেন্দ্রে।
সুপ্তি/ দীপ্ত সংবাদ