বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় থিয়েটার জোটের মানববন্ধব

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বৈষম্যবিরোধী সম্মিলিত বিশ্ববিদ্যালয় থিয়েটার জোটের উদ্যোগে ত্রিপুরায় ডুম্বুরুগেট খুলে দিয়ে পরিকল্পিত বন্যা সৃষ্টি ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধব ও সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (২৩ আগষ্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধব ও সমাবেশ করা হয়েছে।

সমাবেশে ভারতীয় আগ্রাসন প্রতিহত করা, বন্যার্তদের পাশে দাঁড়ানো, রাষ্ট্রীয়ভাবে থিয়েটার শিক্ষার্থীদের আলাদা কর্মসংস্থান সৃষ্টি, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে থিয়েটার কোর্স চালু এবং সংশ্লিষ্ট কোর্স পাঠদানের জন্য থিয়েটার বিভাগের শিক্ষার্থীদের নিয়োগ প্রদান করাসহ নানা বিষয় উপস্থাপন করা হয়।

আয়োজনে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের সমন্বয়কসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিনিধি মো. শাহিনুর রহমান উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী সম্মিলিত বিশ্ববিদ্যালয় থিয়েটার জোটের পক্ষ থেকে টিম ফ্লাড ফ্রন্টিয়ারস এবং কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সমন্বয় টিমের কাছে নগদ অর্থ তুলে দেয়া হয় বন্যার্তদের জন্য।

মানববন্ধন ও সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপন করেন

. শাহিনুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক প্রতিনিধি, শিক্ষার্থী, আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগ, ঢাবি।

. মির্জা শাকিব, সমন্বয়ক, বৈষম্যবিরোধী সম্মিলিত থিয়েটার জোট ও সাবেক শিক্ষার্থী ঢা.বি.

. তারেক তাশহাদ, সমন্বয়ক, বৈষম্যবিরোধী সম্মিলিত থিয়েটার জোট ও শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

. হোসাইন মারুফ, সমন্বয়ক, বৈষম্যবিরোধী সম্মিলিত থিয়েটার জোট ও সাবেক শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৫. ওয়াহিদা সুলতানা আশা, সহসমন্বয়ক, সাবেক শিক্ষার্থী, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগ, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

. মাসফিকুল হাসান টনি, সমন্বয়ক, বৈষম্যবিরোধী সম্মিলিত থিয়েটার জোট ও সাবেক শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

. আরেফিন, সাবেক শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

. আদনান আহমেদ, সমন্বয়ক, বৈষম্যবিরোধী সম্মিলিত থিয়েটার জোট ও সাবেক শিক্ষার্থী, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়।

. শিবলি জিয়া, সমন্বয়ক বৈষম্যবিরোধী সম্মিলিত থিয়েটার জোট ও সাবেক শিক্ষার্থী, ঢা.বি

১০. মো. রিদওয়ানুল কবির নাহিদ, বৈষম্যবিরোধী সম্মিলিত থিয়েটার জোট ও সাবেক শিক্ষার্থী, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, ঢাবি।

১১. আফসানা নওরিন, সমন্বয়ক, বৈষম্যবিরোধী সম্মিলিত থিয়েটার জোট ও সাবেক শিক্ষার্থী, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

১২. ঐশ্বর্য্য আজাদ, সাবেক শিক্ষার্থী, ঢাবি।

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More