শেষ পর্যন্ত কথা রেখেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। আহমেদাবাদ তো বটেই, পুরো ভারতকেই স্তব্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতল অজিরা। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৬ষ্ঠ বিশ্বকাপ জিতল অজিরা।
রবিবার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের দেয়া ২৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া।
পঞ্চাশের আগে ৩ উইকেট হারিয়ে বিপাকেই পড়েছিল অস্ট্রেলিয়া। লাবুশেন ও হেডের জুটি খানিকটা স্বস্তি দেয় সফরকারীদের। লাবুশেন ধীরগতিতে রান করলেও হেড ছিলেন নিচের চেনা ছন্দেই। চাপের মুখে দাঁড়িয়ে শেষ পর্যন্ত হাফ সেঞ্চুরিও তুলে নেন হেড। কুলদীপ যাদবের বলে সিঙ্গেল নিয়ে ৫৮ বলে পঞ্চাশ ছুঁয়েছেন বাঁহাতি এই ওপেনার। হাফ সেঞ্চুরির পর ভারতের বোলারদের উপর চড়াও হতে থাকেন হেড। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। ৯৫ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন হেড।
এর আগে, টসে হেরে ব্যাটিং করতে নেমে লোকেশ রাহুল ও ভিরাট কোহলির জোড়া ফিফটিতে ২৪০ রানের পুঁজি পায় ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামির বোলিং তোপে মাত্র ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে স্রোতের বিপরীতে অস্ট্রেলিয়ার ত্রাতা হয়ে দাঁড়ান ওপেনার ট্রাভিস হেড। বাঁহাতি ওপেনারের অনবদ্য সেঞ্চুরি ও মারনাস লাবুশেনের ফিফটিতে ৪২ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় প্যাট কামিন্সের দল।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম রোববার পরিণত হয়েছিল নীলের মহাসমুদ্রে। নিজ দেশে এক যুগ পর বিশ্বকাপ উঁচিয়ে ধরবেন রোহিত শর্মারা, এমন স্বপ্নেই বিভোর ছিলেন লক্ষাধিক ভারতীয় সমর্থক। সেই কক্ষপথেই ছিলোও দলটি। কিন্তু পথে বাধা হয়ে দাঁড়ালেন ট্রাভিস হেড এবং মার্নাস ল্যাবুশেন। দুজনেই ধীরে ধীরে ভারতের কাছ থেকে ম্যাচটাকে নিয়ে গেলেন অনেকটা দূরে। শেষ পর্যন্ত তারাই গড়ে দিলেন ব্যবধান। অস্ট্রেলিয়া ফাইনাল জিতল ৬ উইকেটের ব্যবধানে।
আল/ দীপ্ত সংবাদ