শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

ব্লুটুথ স্পিকার কিনবেন কখন-কিভাবে!

Avatar photoমোজাহিদুল ইসলাম পলাশ
deeptonews-image

আপনি হয়তো সিদ্ধান্ত নিয়েছেন একটি ব্লুটুথ স্পিকার কিনবেন। শুরু করলেন অনলাইনে ঘাটাঘাটি। হাজার হাজার মডেলের ব্লুটুথ স্পিকারে বাজারে। সব ব্র্যান্ডের দাবি তাদের  ব্লুটুথ স্পিকারই সেরা। সেই সঙ্গে দামেও কম। এখন কি করবেন? কোনটা নেবেন? কোন ব্লুটুথ স্পিকারটি আপনার জন্য উপযুক্ত, কীভাবে বুঝবেন?
প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে আপনি আসলে ব্লুটুথ স্পিকারটি থেকে কি কি সুবিধা চান। আপনাদের সুবিধার্থে সাধারণত  ব্লুটুথ স্পিকার যে সুবিধাগুলো পাওয়ার জন্য ব্যবহার করা হয়, সেগুলো উল্লেখ করা হলো-
১. বাসায় স্বাভাবিকভাবে গান শোনা, চলচ্চিত্র দেখা ইত্যাদি।
২. ঘরে বা ঘরের বাইরে উচ্চশব্দে সবার সাথে গান শোনা ও চলচ্চিত্র দেখা।
৩. পানি ও ধুলাবালি নিরোধক কিনা (ওয়াটার প্রুফ)।
৪. বহনযোগ্য (আকারে ছোট ও হালকা) বা ভারি কিংবা আকারে বড়।
৫. অধিক ব্যাটারি ব্যাকআপ।
৬. ব্যাটারিযুক্ত নয়, সরাসরি বৈদ্যুতিক সংযোগে চালিত।
৭. ব্লুটুথ ভার্সন ২+/৫ ।
৮. মানসম্মত নিখুঁত শব্দ।
৯. ভিডিও বা অডিও কলে কথা বলা।

উপরে যে পয়েন্টগুলো আপনার চাহিদার সাথে মিলে যায় সে পয়েন্টগুলো আলাদা করে ফেলুন। এখন আপনার ব্লুটুথ স্পিকারটি বাছাই করার কাজ অনেকটাই সহজ হয়ে গেল।

এরপর যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণভাবে খেয়াল করবেন। আপনি বিভিন্ন ওয়েবসাইট ও দোকানে বিভিন্ন রকমের ও দামের ব্লুটুথ স্পিকার পাবেন। কিন্তু তারা সাধারণত তাদের ভালো দিকগুলোই বারবার তুলে ধরবে আপনার সামনে। কিন্তু কোনটি কোন মানের তা বিচার করতে আপনাকে যে দিকগুলো জানতে হবে সেদিকে একটু নজর দেয়া দরকার-

১. প্রথমেই মাথায় রাখবেন যে,  ব্লুটুথ স্পিকারের RMS যত বেশি তত উচ্চশব্দ পাওয়া যাবে। দোকানদার বা ওয়েবসাইটে Watt বা pmpo নম্বর দেখাবে। বিষদে না গিয়ে সাধারনভাবে বললে RMS বাদে বাকিগুলো থাকলে আসলে পরিস্কার ধারণা পাওয়া যায় না যে স্পিকারটি থেকে কত পরিমান শব্দ পাওয়া যাবে। যদি RMS নম্বর দেয়া না থাকে তবে স্পিকার বাজিয়ে নিজে শুনে তারপর বিচার করবেন এর ক্ষমতা, লেখা পড়ে নয়।

২. স্পিকারে বেস রেডিয়েটর ও ডেডিকেটেড টুইটার আছে কিনা দেখুন। যদি থাকে তাহলে এটি থেকে খুবই ভাল মানের শব্দ পাওয়া যাবে। যদি না থাকে অন্তত বেস রেডিয়েটর যুক্ত স্পিকার নেয়ার চেষ্টা করুন। কোনটিই না থাকলে নিজে শুনে পরখ করে নিতে হবে।

৩. স্পিকারটি পানি ও ধুলাবালি নিরোধক (ওয়াটার প্রুফ) কিনা দেখুন। স্পিকারটিতে যদি IPX রেটিং দেয়া থাকে তাহলে আপনি ব্যবহারের সময় শঙ্কামুক্ত হয়ে ব্যবহার করতে পারবেন।

৪. ব্লুটুথ এর ভার্সনটি অবশ্যই দেখে নেবেন। ব্লুটুথ ভার্সন ২ এর উপরে যত হয় তত বেশি সুবিধা পাবেন ব্লুটুথ স্পিকার থেকে। বর্তমান বাজারে ভালো মানের স্পিকার গুলোতে ব্লুটুথ ৫ ভার্সন পাওয়া যাচ্ছে।

৫. স্পিকারটিতে ১০ ঘন্টার বেশি সময় চার্জ থাকলে আপনার প্রাত্যহিক জীবনে ব্যবহারের ক্ষেত্রে সুবিধা পাবেন।

৬. যদি সামর্থ থাকে তবে ভাল মানের ও টেকসই স্পিকার কিনতে অবশ্যই ভালো ব্রান্ডের স্পিকার কেনা উচিত। এক্ষেত্রে বাংলাদেশে JBL, Anker, Bose, Sony, Harman সহ আরো কিছু ব্রান্ডের স্পিকারগুলোকে ভালো মানের স্পিকার হিসেবে বাজারে বিক্রি হতে দেখা যায়। তবে এই স্পিকারগুলোর দামও হয় বেশি। কম দামের ভেতর অনেক ব্রান্ড যেমন: Lenovo, JOYROOM, Havit, Xiaomi, Awei ইত্যাদি বিভিন্ন মানের ব্লুটুথ স্পিকার বাজারে এনেছে এবং বাজারে তা জনপ্রিয়তাও পেয়েছে।

৭. স্পিকারটিতে ওয়ারেন্টি পেলে ভালো। তবে ভালো ও সুপরিচিত দোকান থেকে কিনলে ওয়ারেন্টি পেতে আপনার বেগ পেতে হবে না।

সর্বশেষ, প্রথম লিষ্ট থেকে আপনার প্রয়োজনীয় সুবিধাগুলো বের করুন। তার সাথে বাজারে থাকা স্পিকারগুলোর লিষ্ট করে ফেলুন। সর্বশেষ লিষ্টে যে পয়েন্টগুলো লেখা আছে তা মেলানোর চেষ্টা করুন। এরপর আপনার বাজেট অনুসারে সেখান থেকে নিজেই বের করতে পারবেন আপনার জন্য উপযুক্ত  ব্লুটুথ স্পিকার কোনটি। এরপরও বেছে নিতে না পারলে আরও বিস্তারিত জানতে ইউটিউবে থাকা রিভিউ ভিডিও দেখুন, এছাড়াও ব্লুটুথ স্পিকারে থাকা ফিচারগুলো গুগল করে আরো বেশি জেনে নিন। এতে আপনি আরও সঠিক ভাবে কিনতে পারবেন।

মোদ্দাকথা যেকোনো প্রযুক্তি পণ্য কেনার আগে আপনার কোন কোন প্রয়োজন মেটানো দরকার তা নির্ধারন করতে হবে। একটু অনলাইন ঘেটে সেই চাহিদার তালিকা অনুযায়ী কয়েকটি পণ্যের ছোট তালিকা করতে হবে। সবশেষে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, আপনার বাজেট। ফিচার ধরে তুলনামূলক সাশ্রয়ী দামে পন্যটি কিনতে হবে। মনে রাখবেন অনলাইনের রেটিং, রিভিউ ভিডিও আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কিন্তু আপনার মনের মতো পণ্যটি পেতে নিজে দোকানে গিয়ে যাচাই বাছাইয়ের কোনো বিকল্প নাই।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More