বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী বিয়ে করেছেন। শুক্রবার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।
গোলাম রাব্বানীর স্ত্রী ইসরাত বারি তৃণা চীনের জিনান বিশ্ববিদ্যালয়ের মেডিসিন এন্ড সার্জারি বিভাগ থেকে এমবিবিএস করেছেন। ইসরাতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলাতে।
ফেসবুকে গোলাম রাব্বানি তাাদের বিয়ের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তারা একে অপরকে আংটি পড়িয়ে দিচ্ছে। সেই সঙ্গে বিয়ের সাজ তো রয়েছেই।
পোস্টের ক্যাপশনে গোলাম রাব্বানি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। ছোট্ট পার্থিব জীবনের নতুন অধ্যায়; আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
এদিকে গোলাম রাব্বানির পোস্টে সবাই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া তার স্ত্রী ইসরাতও তাদের ছবি দিয়ে পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন,‘দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক শেষে সিদ্ধান্ত হলো তোমাকেই ভালোবাসি…। প্রতিদান দিতে দিতে ক্লান্ত হয়ে যেও প্রিয়।’
এর আগে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের পরিচালক (হেড অব করপোরেট অ্যাফেয়ার্স) পদে যোগদান করেন গোলাম রাব্বানী। ফেসবুকে তিনি জানিয়েছিলেন, চাকরি আরো আগেই পেয়েছেন। তবে অফিস শুরু করেন গত ১৫ জুলাই থেকে।