শুরুটা খারাপ হয়নি পাকিস্তানের কিন্তুু হঠাৎ ছন্দপতন ! তাইতো এই দলটার সঙ্গে জুড়ে আছে ‘আনপ্রেডিক্টেবল‘ তকমা।
মিডল ওভারে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল পাকিস্তান তবে অধিনায়কের বিদায়ের পর দ্রুত সময়ের ব্যবধানে অলআউট হয় দলটি। ২ উইকেটে দেড়‘শ রান পার করা দলটাই কি না অলআউট হয়েছে দুইশ‘র আগে।
শনিবার (১৪ অক্টোবর) টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪২ ওভার ৫ বলে ১৯১ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান।
ওপেনিংয়ে আব্দুল্লাহ শফিক এবং ইমাম উল হক মিলে যোগ করেন ৪১ রান। প্রথম ৮ ওভারে কোনো উইকেট পড়তে দেননি তারা। শফিককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে প্রথম আঘাতটা হানেন মোহাম্মদ সিরাজ।
সিরাজের দেয়া ধাক্কা কাটিয়ে উঠছিল পাকিস্তান। তবে এবার আঘাত হানেন হার্দিক পান্ডিয়া। দারুণ ছন্দে ব্যাট করতে থাকা ইমাম উল হককে ৩৬ রানে সাজঘরের পথ দেখান এই মিডিয়াম পেসার।
দুই ওপেনার দ্রুত সাজঘরে ফেরার পর রিজওয়ানকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলেন বাবর। তুলে নেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরিও। বাবর ফেরার পর দ্রুত সময়ের ব্যবধানে সাউদ শাকিলকে ফেরান কুলদীপ যাদব। একই ওভারে ইফতিখার আহমেদকেও ফেরান কুলদীপ।
বিপর্যয়ের ষোলকলা পূর্ণ হয় সেট ব্যাটার রিজওয়ানের বিদায়ে। ৪৯ রান করে জাসপ্রিত বুমরাহরা বলে বোল্ড হয়েছেন তিনি। এক ওভার পর আক্রমণে ফিরে শাদাব খানকেও বোল্ড করেছেন এই ডানহাতি পেসার। একই সঙ্গে পাকিস্তানের ব্যাটিং লাইনআপের মেরুদন্ড ভেঙে দেন বুমরাহ।
এরপর আর দাঁড়াতেই পারেনি পাকিস্তান। মাত্র ৩৬ রান যোগ করতেই শেষের ৮ উইকেট হারিয়েছে বাবরের দল। তাতে ১৯১ রানে থামে পাকিস্তানের ইনিংস।
এসএ/দীপ্ত নিউজ