প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব–১৯ নারী এশিয়া কাপ ফাইনালে ভারতের মেয়েদের কাছে ৪১ রানে হেরে শিরোপা হাতছাড়া করল জুনিয়ার টাইগ্রেসরা।
রবিবার (২২ ডিসেম্বর) কুয়ালালামপুরে বাউইমাস ওভাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ–ভারত।
টস জিতে ভারতকে ব্যাটিং আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া। ইনিংসে প্রথম পাঁচ ওভারের মধ্যে ২৫ রানে ২ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। গঙ্গাদি তৃষা ও নিকি প্রসাদের তৃতীয় উইকেট জুটি থেকে ৪১ রান পেয়ে কিছুটা ঘুরে দাঁড়ায় ভারত। তবে শেষের দিকে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারত আটকে যায় ১১৭ রানে।
বাংলাদেশের পক্ষে ৩১ রানে ৪ উইকেট নেন পেসার ফারজানা ইয়াসমিন। এর বাইরে নিশিতা নিশি ২টি ও হাবিবা ১টি উইকেট নিয়েছেন।
১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের কেবল দুই ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। এর মধ্যে সর্বোচ্চ ২২ রান করেন জুয়াইরিয়া ফেরদৌস। এ ছাড়া ওপেনার ফাহমিদা ছোঁয়া ১৮ রান করেছেন। ব্যাটারদের আসা–যাওয়ার মিছিলে ১৮.৩ ওভারে মাত্র ৭৬ রানেই শেষ হয়ে যায় জুনিয়র টাইগ্রেসদের ইনিংস।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আয়ুশি শুক্লা। এ ছাড়া পারুনিকা সিসোদিয়া ২ এবং জোশিথা ১টি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১১৭/৭ (তৃষা ৫২, মিথিলা ১৭; ফারজানা ৪/৩১, নিশিতা ২/২৩)।
বাংলাদেশ: ১৮.৩ ওভারে ৭৬ (জুয়াইরিয়া ২২, ফাহমিদ ১৮; আয়ুশী ৩/১৭)।
ফল: ভারত ৪১ রানে জয়ী।
এসএ