ব্যবহৃত চপস্টিক দিয়ে কৃত্রিম ইয়েলো ক্রেন টাওয়ার বানিয়েছেন চীনের এক নাপিত। এটি তৈরিতে সময় লেগেছে এক বছর তিন মাস ১৯ দিন।
শিল্পকর্মটি দেখে মনে হয়, চীনের উহান শহরের ঐতিহ্যবাহী স্থাপনা ইয়েলো ক্রেন টাওয়ারে দাঁড়িয়ে, দর্শনার্থীরা ইয়াংজি নদীর সৌন্দর্য উপভোগ করছেন। ব্যবহৃত চপস্টিক দিয়ে দৃষ্টিনন্দন এ শিল্পকর্ম তৈরি করেছেন হেবেই প্রদেশের ঝাংজিয়াকু শহরের ডুয়ান শিয়ানইয়ং। পেশায় তিনি নাপিত।
তিনি বলেন ” আমি খাবার তৈরির ছোট ব্যবসা করি। একদিন চুল কাটতে এসে এই ক্রেন টাওয়ারকে অসমাপ্ত অবস্থায় দেখি। তখন কিছু চপস্টিক দেওয়ার প্রস্তাব দিলে তিনি রাজি হন।”
ইয়েলো ক্রেন টাওয়ার বানাতে মোট ৫ হাজার ৪৬৫টি চপস্টিক লেগেছে। ইন্টারনেট থেকে এটি বানানোর নিয়ম শেখেন ডুয়ান শিয়ানইয়ং।
ডুয়ান শিয়ানইয়ং বলেন “ব্যবহৃত চপস্টিকগুলো প্রথমে ধুয়ে জীবাণুমুক্ত করি। পরে সেগুলোকে শুকিয়ে নেই। খুব সাবধানে কাজ করতে হয়েছে। কারন তাপমাত্রা বেশি হলে চপস্টিকগুলো নষ্ট হয়ে যেতে পারে।”
তিনি জানান, ২০২০ সালের ২৬ অক্টোবর চপস্টিক দিয়ে ইয়েলো ক্রেন টাওয়ার বানানোর কাজ শুরু করেন। শেষ হয় ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি।