নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা গাড়িতে হামলা–ছিনতাইয়ের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে হাসনাত আবদুল্লাহ।
সোমবার (৯ ডিসেম্বর) এক ফেসবুকে স্ট্যাটাসে এই দাবি জানান তিনি।
তিনি স্ট্যাটাসে লিখেন, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বাংলাদেশ সরকারের নিকট।
বান্দরবানের লামায় যাওয়ার পথে সোমবার (৮ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মেনিখালী ব্রিজ এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ধারালো অস্ত্রের মুখে গাড়িতে থাকা ছাত্রনেতাদের মোবাইল ও মানিব্যাগও লুট করা হয়েছে।
সুপ্তি/ দীপ্ত সংবাদ