বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫

বেনাপোল দিয়ে ভারত থেকে এলো ১৩ হাজার ৫২৮ মেট্রিক টন চাল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ১৪৫টি চালানে ১৩ হাজার ৫২৮ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। গত ২১ আগস্ট থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৩৯৫টি ট্রাকে এসব চাল আমদানি করা হয়। চালের এসব চালান বন্দরের ৩১ নম্বর শেডে প্রবেশ করে।

চালের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের চাল আমদানির অনুমতি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়।

বন্দর সূত্রে জানা গেছে, গত আগস্টে এক হাজার ২৬০ মেট্রিক টন, সেপ্টেম্বরে ৫ হাজার ৪৩৫ মেট্রিক টন, অক্টোবরে ৫ হাজার ১৮৮ মেট্রিক টন এবং নভেম্বর মাসে এক হাজার ৬৪৫ মেট্রিকটন চাল ভারত থেকে আমদানি করা হয়েছে। আমদানি করা চাল এসব চাল ছাড়করণের জন্য কাজ করছেন পাঁচটি সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট।

সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজের প্রতিনিধি বাবলুর রহমান বলেন, চাল আমদানির শুরু থেকেই আমরা কাস্টমস হাউসে চাল ছাড়করণের জন্য কাজ করে আসছি। চার মাস পর গত ২১ আগস্ট থেকে পুনরায় ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। যে পরিমাণ চাল আমদানি হয়েছে তার অধিকাংশই আমরা ছাড় করেছি।

বেনাপোল বন্দরের আমদানিরপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, গত ২১ আগস্ট থেকে বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু হওয়ায় পাইকারি ও খুচরা বাজারে কিছুটা দাম কমেছে। এভাবে আমদানি অব্যাহত থাকলে বাজারে চালের দাম আরও কমে আসবে বলে মনে করেন তিনি।

বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১৪৫টি চালানের মাধ্যমে ৩৯৫টি ট্রাকে করে ১৩ হাজার ৫২৮ মেট্রিক টন মোটা চাল আমদানি হয়েছে। আমদানি করা চালের চালান দ্রুত খালাসের ব্যবস্থা করা হয়েছে।

আল মামুন/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More