ভারতে পাচারের সময় বেনাপোল কাচাঁ বাজার এলাকা থেকে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ২ কোটি ৩৮ লাখ টাকা মুল্যের ৫ পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কদম আলী নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।
আটক কদম আলী যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।
বুধবার (২৫ সেপ্টেম্বর)৷ বিকালে বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বেনাপোল সদর ক্যাম্পের বিজিবি সদস্যরা বেনাপোল কাচাঁ বাজারে গোপনে অবস্থান নেয়।
এসময় ওই পাচারকারী বেনাপোল কাচাঁ বাজার এলাকায় আসলে বিজিবি তাকে সন্দেহজনক আটক করে। এ সময় তার শরীর তল্লাশি করে ২ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণেরবারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্নের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে।
আল/ দীপ্ত সংবাদ