দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া‘র জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। বেগম জিয়া‘কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন উপলক্ষে রাজধানীর বেশ কিছু এলাকায় যানবাহন চলাচল সীমিত থাকবে।
বুধবার (৩১ ডিসেম্বর) আইএসপিআর ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে আইএসপিআর জানায়, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘রাষ্ট্রীয় মর্যাদায়‘ দাফন কার্য সম্পন্ন উপলক্ষে ঢাকা শহরের কলেজ গেট মোড় (রেসিডেন্সিয়াল মডেল কলেজ), আইডিবি ভবন মোড় ও বিজয় সরণি এলাকায় সকাল ৮টা থেকে যানবাহন চলাচল সীমিত থাকবে।
এতে আরও বলা হয়, সর্বসাধারণের জন্য পায়ে হাঁটার পথ উন্মুক্ত থাকবে। বিষয়টি সকলকে বিবেচনায় রেখে চলাচল পরিকল্পনা করার জন্য অনুরোধ জানানো হলো। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়াকে নামাজে জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই দাফন করা হবে।
প্রসঙ্গত, ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানী এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং বেগম জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।
এসএ