সাম্প্রতিক সময়ে ক্রিকেটে ভারত–বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি এক উত্তেজনা। সমর্থকরা মুখিয়ে থাকেন এই দুই দলের লড়াই দেখতে, মেতে উঠেন কথার লড়াইয়ে।
বিশ্বকাপে টিকে থাকতে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (২২ জুন) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।
বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হানা দিয়েছিল। শেষ পর্যন্ত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় তুলে নেয় মিচেল মার্শরা। ওয়েস্ট ইন্ডিজে এখন বর্ষার মৌসুম। তাই ভারত–বাংলাদেশ ম্যাচ নির্বিগ্নে আয়োজন নিয়েও শঙ্কা থাকছেই।
এখনও পর্যন্ত অপরাজিত ভারত। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জেতার পর সুপার ৮–এও আফগানিস্তানকে হারিয়ে দেয় তারা। এ বার লড়াই বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা ভারতের সেমিফাইনালে যাওয়ার রাস্তা কঠিন করে দিতে পারে।
ভারতের গ্রুপের সব দলই একটি করে ম্যাচ খেলেছে। অস্ট্রেলিয়া এবং ভারত নিজেদের ম্যাচ জিতেছে। আফগানিস্তান এবং বাংলাদেশ এখনও জয় পায়নি। শনিবার যদি ভারত–বাংলাদেশ ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়, তা হলে দুই দল এক পয়েন্ট করে পাবে। সে ক্ষেত্রে ভারতের দু’ম্যাচে ৩ পয়েন্ট হবে। হাতে থাকে অস্ট্রেলিয়া ম্যাচ। অন্য দিকে, বাংলাদেশ এক পয়েন্ট নিয়ে খেলতে নামবে আফগানিস্তানের বিরুদ্ধে।
এই অবস্থায় রবিবার সকালে যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানিস্তান হেরে যায় তা হলে আর কোনও ভাবে রশিদ খানদের সেমিফাইনালে যাওয়া হবে না। শনিবার ভারত জিতলেও চাপ আফগানিস্তানের। রবিবার তখন নিজেদের ম্যাচ জিততেই হবে তাদের। না হলে সুপার ৮ থেকেই বিদায় নিতে হবে রশিদদের।
শনিবার ভারতের ম্যাচ ভেস্তে গেলেও রোহিতদের কাছে থাকছে অস্ট্রেলিয়া ম্যাচ। সেই ম্যাচ জিতলে ভারত সেমিফাইনালে পৌঁছে যাবে। যদি হেরে যায় তা হলে আফগানিস্তান এবং বাংলাদেশের হারের জন্য অপেক্ষা করতে হবে ভারতকে।
আল / দীপ্ত সংবাদ