সৌদি আরবের আকাশে সোমবার (৮ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এতে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে বুধবার।
সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে এক পোস্টে ইনসাইড দ্য হারামাইনের পক্ষ থেকে বলা হয়েছে, আজ সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
বিভিন্ন আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থার তথ্য অনুযায়ী, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিসর, কুয়েতসহ সমগ্র মধ্যপ্রাচ্যে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে আজ মঙ্গলবার (৯ এপ্রিল)। সেই হিসেবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিমরা ঈদুল ফিতর উদযাপন করবেন আগামীকাল বুধবার (১০ এপ্রিল)।
এ ছাড়া অস্ট্রেলিয়া বুধবার ঈদ উদযাপন করবে দেশটির মুসলিম সম্প্রদায়ের লোকজন। গতকাল সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানায় অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল।