আগামীকাল ঘোষণা করা হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশ্যে ভাষণে, তফসিলের বিস্তারিত তুলে ধরবেন। যদিও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, বুধবার সকাল ১০টায়, ব্রিফিংয়ে তফসিলের দিনক্ষণ জানানো হবে।
১ নভেম্বর থেকে শুরু হয়ে গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা। নির্বাচন কমিশন বেশ কিছুদিন থেকেই জানিয়ে আসছিলো, চলতি মাসের প্রথমার্ধেই ঘোষণা হবে নির্বাচনী তফসিল।
এদিকে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ বেশ কিছু দাবিতে, দেশজুড়ে দফায় দফায় অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। এর আগে হরতালেরও ডাক দেয় রাজনৈতিক সংগঠনটি। যদিও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জানিয়ে দিয়েছে, সংবিধানের বাইরে যাবে না তারা।
এমন পরিস্থিতিতেই ঘোষণা হতে যাচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সেই ইঙ্গিতই দিয়েছেন, কমিশন সচিব।
রাজনীতির মাঠে বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে আসছে। তফসিল ঘোষণা নিয়ে কমিশনের কোনো ভয় আছে কি না, তারও জবাব দেন তিনি।
সোমবার দেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়ে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানান, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সচিব জানান, নির্বাচন কমিশন এ বিষয়ে অবহিত নয়। কমিশন তার নিজস্ব গতিতেই চলবে।
আল/দীপ্ত সংবাদ