বিজ্ঞাপন
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫

বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গ্যাস মিটারিং স্টেশনের প্রযুক্তিগত কাজের জন্য বুধবার (৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা ও মনোহরদী উপজেলায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‘জিটিসিএল কর্তৃক মনোহরদী গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশন কাজের জন্য মনোহরদী ডিআরএস এবং কিশোরগঞ্জ ডিআরএসগামী ৪“×১০০০ পিএসআইজি গ্যাস লাইনে ৫ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত সময়ে কিশোরগঞ্জ জেলা ও মনোহরদী উপজেলার সমগ্র এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়াও নরসিংদী জেলা, রূপগঞ্জ উপজেলা, ঢাকা মহানগরীর পূর্বাঞ্চল, কালিগঞ্জ, জয়দেবপুর, কোনাবাড়ি, চন্দ্রা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More