২০২৪–২৫ মৌসুমের জন্য ভারতের পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই।
এ প্লাস ক্যাটাগরিতে এবার আছেন চারজন ক্রিকেটার–অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা।
এদিকে রিশভ পন্ত গতবার বি গ্রেডে থাকলেও এবার এ গ্রেডে উন্নীত হয়েছেন। সেখানে আরও আছেন–মোহাম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ শামি।
শৃঙ্খলাজনিত কারণে গত চুক্তিতে বাদ পড়া, দুই ক্রিকেটার শ্রেয়াস আইয়ার ও ঈশান কিশান, ফিরেছেন এবারের তালিকায়। শ্রেয়াস আইয়ারের জায়গা হয়েছে গ্রেড বি‘তে। সেখানে আরও আছেন–কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল এবং ভারতের টি–টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। ঈশান কিশান গ্রেড সি‘তে জায়গা পেয়েছেন।
এছাড়া প্রথমবারের মত কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন পাঁচজন। তারা হলেন রজত পাতিদার, নীতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানা, অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী। ক্রিকেটারদের পারফরম্যান্স এবং তিনটি ফরম্যাটে অংশগ্রহণের উপর নির্ভর করে ৩৪ জন খেলোয়াড়ের কেন্দ্রীয় চুক্তিগুলিকে চারটি বিভাগে ভাগ করা হয়েছে।
এর চার গ্রেডে ক্রিকেটাররা কে কত বেতন পাবেন তা প্রকাশ করেনি বিসিসিআই। তবে ইএসপিএন ক্রিকইনফো জানতে পেরেছে –এ প্লাস ক্যাটাগরিতে প্রতি বছর ৭ কোটি, এ গ্রেডে ৫ কোটি, বি গ্রেডে ৩ কোটি এবং সি গ্রেডে ১ কোটি রুপি বেতন পাবেন ক্রিকেটাররা।
আল