আজ ২০ জুন (বৃহস্পতিবার) বিশ্ব শরণার্থী দিবস। ২০০১ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও যথাযথ মর্যাদায় প্রতিবছর পালন করা হয় শরণার্থী দিবস।
জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) ২০২৩ সালের তথ্যানুযায়ী, বিশ্বে প্রতি ৭৭ জনে একজন শরণার্থী।
গত এক দশক ধরে প্রতি বছর শরণার্থীর সংখ্যা বেড়েছে। এর প্রধান কারণ হিসেবে যুদ্ধ, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন, চরমপন্থা, দারিদ্র্য, দ্রব্যমূল্য বৃদ্ধি ও খাদ্য সংকটসহ বিভিন্ন বিষয়কে চিহ্নিত করেছে সংস্থাটি।
ইউএনএইচসিআর বলছে, উদ্বাস্তু বা শরণার্থীর সংখ্যা ভবিষ্যতে আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা।
শরণার্থীদের আশ্রয় দেয়া দেশগুলোর মধ্যে উচ্চআয়ের দেশ মাত্র ১৭ শতাংশ। এছাড়া মধ্যম আয়ের ৪০ শতাংশ, নিম্ন–মধ্যম আয়ের দেশ ২১ শতাংশ এবং নিম্নআয়ের দেশ ২২ শতাংশ।
এসএ/দীপ্ত সংবাদ