আন্তর্জাতিক যোগ দিবস আজ। সুস্বাস্থ্যের চাবিকাঠি হিসেবে ইয়োগা বা যোগের গুরুত্ব অনেক। তাই প্রতি বছর ২১ জুন বিশ্ব ইয়োগা বা যোগ দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে বুধবার (২১ জুন) সকালে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, ইয়োগা‘তে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
আন্তর্জাতিক যোগ দিবসের সূচনা হয় ২০১৪ সালের ১১ ডিসেম্বর। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ১৭৭টি দেশ সর্বসম্মতিক্রমে এর অনুমোদন দেয়। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করা হয়।
২০১৫ সাল থেকে প্রাচীন ভারতীয় অনুশীলন যোগাসনের বহুবিধ উপকারকে স্বীকৃতি দিয়ে গোটা বিশ্বে ২১ জুন যোগ দিবস পালিত হয়ে আসছে। এবার ২০২৩ সালে ইয়োগা‘র থিম ঠিক করা হয়েছে, পুরো পৃথিবী মিলে এক পরিবার।