বিশ্বব্যাপী পানির সঙ্কট, অতিরিক্ত পানির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের কারণে পানির ঘাটতির আসন্ন ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে জাতিসংঘ। বুধবার (২২ মার্চ) বিশ্ব পানি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতিসংঘ পানি সম্মেলন।
সম্মেলনে এক প্রতিবেদনে বলা হয়েছে, ধীরে ধীরে বিশ্ব ভয়াবহ পানি সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। “ভ্যাম্পায়ারের মতো জলের ব্যবহার এবং লাগামহীন উন্নয়ন কর্মকাণ্ডের” জেরে বিশ্ব এখন “অন্ধভাবে এক বিপজ্জনক পথে হাঁটছে।“
জাতিসংঘের পানি ও ইউনেস্কো কর্তৃক প্রকাশিত প্রতিবেদনটি জাতিসংঘের পানি সম্মেলন উপলক্ষে প্রকাশিত হয়েছে। এতে জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
গত চার দশকের মধ্যে জল নিয়ে জাতিসংঘের প্রথম কোন গুরুত্বপূর্ণ সম্মেলনের আগে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে।
এদিকে, ২০২৩ সালের জাতিসংঘ পানি সম্মেলনের সহ–সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাতিসংঘের সদর দপ্তরে সম্মেলনটির উদ্বোধনের সময় আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন ঘোষণা করা হয়।
আফ/দীপ্ত সংবাদ