গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার (০২ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তাবলিগ জামাতের ৫৭তম এই আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। মুসল্লিদের নিরাপত্তায় থাকছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫ হাজার সদস্য।
শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে শুরু হবে তাবলীগ জামাতের ৫৭ তম বার্ষিক সভা বিশ্ব ইজতেমা। এটি বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। এরইমধ্যে ইজতেমা ময়দানে মুল মঞ্চ তৈরির পাশাপাশি সবধরণের প্রস্তুতি প্রায় শেষ।
মুসুল্লীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্যান্ডেল তৈরির কাজ করছেন। এছাড়াও সহজে পারাপারের জন্য তুরাগ নদের উপর বিআইডব্লিউটিএ ও সেনাবাহিনী তৈরি করেছে ৬টি ভাসমান সেতু।
যানজট এড়াতে আগেভাগেই মুসুল্লীরা ইজতেমায় জড়ো হতে শুরু করেছেন।
বুধবার পুলিশ মহাপরিদর্শক ইজতেমা ময়দান পরিদর্শন করেন। জনসাধারণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। দেশী–বিদেশী মুসুল্লীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চুরি ও ছিনতায় রোধে কাজ করবে র্যাব সদস্যরা।
প্রথম পর্বে মাওলানা জুবায়েরের সমর্থক আর দ্বিতীয় পর্বে মাওলানা সাদ কান্দলভীর সমর্থকরা অংশ নিচ্ছেন।
আল / দীপ্ত সংবাদ