মাঝারি শৈত্যপ্রবাহে বাংলাদেশসহ অনেক দেশ বিপর্যস্ত হয়ে পড়লেও, মাইনাস ৫০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াসেও স্বাভাবিক রাশিয়ার ইয়াকুটস্ক শহরের জীবনযাত্রা। সোমবার সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস ৪৭ ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়া উপভোগ করছে বাসিন্দারা।
বিশ্বের সবচেয়ে শীতল শহর হিসেবে পরিচিত রাশিয়ার ইয়াকুটস্ক। আর্কটিক সার্কেল থেকে ৩০০ মাইল দক্ষিণে এই শহরের অবস্থান। জনসংখ্যা ৩ লাখ। শীতে এই শহরের ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা ঢাকা পড়ে তুষারের চাদরে। মানুষ বাইরে বের হলে, চোখের পাপড়ি আর দাড়িও বরফে জমে যায়। এই পরিস্থিতির মধ্যেও স্বাভাবিকভাবে জীবনযাপন করছে সেখানকার মানুষ।
ইয়াকুটস্ক এর এক বাসিন্দা বলেন “যখন তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে তখন শুধু জুনিয়রদের স্কুল বন্ধ থাকে। আর ৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে সিনিয়রদের স্কুল বন্ধ থাকে। ৫০ বা ৬০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামলেও আমাদেরকে কাজে যেতে হয়। এটা স্বাভাবিক।” শীতকাল সুন্দর। এখনো তীব্র তুষারপাত হয়নি। আমরা উপযুক্ত পোশাক পরি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। সূর্যের দেখা মিলে না। এই আবহাওয়া মনোরম ”
মাইনাস ৪০-৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষের কাছে অসহনীয় হলেও, রাশিয়ার ইয়াকুটস্কে তা অনেকটাই স্বাভাবিক।