বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে আজ সন্ধ্যা পৌনে ৬টায় লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ।
আই গ্রুপে দ্বিতীয় স্থানে থাকার লক্ষ্য বাংলাদেশের। আর লেবাননের লক্ষ্য পূর্ণ পয়েন্ট অর্জন।
প্রতিপক্ষ যখন র্যাংকিংয়ের ১০৪ নম্বরে থাকা লেবানন, তখন বিশ্বকাপ বাছাইয়ে ৩ পয়েন্ট পাওয়ার দারুণ এক সুযোগ বাংলাদেশের সামনে। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ গোলে হারায়, বেশ চাপও আছে জামাল ভূঁইয়ারা।
গত সাফ টুর্নামেন্টে বাংলাদেশকে ২–০ গোলে হারিয়েছে লেবানন। জয়ের ধারাটা এবারও ধরে রাখতে চায় তারা। এর আগে ফিলিস্তিনের সাথে গোলশূন্য ড্র করায়, তাদের পয়েন্ট এখন এক। এটি আরও বাড়াতে চায় তারা।
লেবাননের কোচ নিকোলা জুলেসেভিচ বলেন, ‘কে কয়টা গোল খেলো বা দিলো এটা কোনো বিষয় না। ম্যাচের মূল লক্ষ্য পয়েন্ট নিয়ে আসা। আমরা সেটাই করতে চাই। বাংলাদেশ তাদের ঘরের মাঠে খেলবে, এটা মাথায় রেখেই আমাদের লড়াই করতে হবে‘।
এই ম্যাচে পয়েন্ট অর্জনের পাশাপাশি বাংলাদেশকে নিজেদের জাল নিরাপদ রাখতে হবে। নয়তো বিশ্বকাপ বাছাইয়ে বাকি থাকা ৪ ম্যাচে বেশ কঠিন সমীকরণের মুখে পড়তে হবে, হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের।
এসএ/দীপ্ত নিউজ