বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান। তবে এখন পর্যন্ত তারা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, বরং বিশ্বকাপ দল ঘোষণা করে দিয়েছে।
এবিষয়ে ভারতের ক্রিকেটার আজিঙ্কা রাহানে মনে করেন, বিশ্বকাপ বয়কট করার মতো সাহস পাকিস্তানের নেই।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এর এক আলোচনায় তিনি বলেছেন, ‘আমার মনে হয় পাকিস্তান (বিশ্বকাপে) না এসে থাকতে পারবে না। আমি মনে করি না তাদের সেই সাহস আছে।’
সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধারাভাষ্যকার হার্শা ভোগলেও। রাহানের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, ‘পাকিস্তান বিশ্বকাপ খেলতে আসবে। অবশ্যই আসবে। মানুষ অনেক সময় বোকার মতো কাজ করে, তবে মানুষ বোকা নয়। তারা বিশ্বকাপ খেলবে। এটা ক্লাব ক্রিকেট না যে ওরা বলবে, ম্যানেজার আসেনি তাই খেলব না, ওয়াকওভার দেব। এটা বিশ্বকাপ। তারা বলতে পারে না, আমরা ভারতের বিপক্ষে খেলব না। পাকিস্তান না এলে তাদের ক্রিকেটের ওপর বিশাল প্রভাব পড়বে।’
পিসিবি এমনিতেই আর্থিক সংকটে জর্জরিত। বিশ্বকাপে না গেলে তারা বড় ধরনের আর্থিক ধাক্কা খাবে। হার্শা মনে করেন, পাকিস্তান বিশ্বকাপে না এলে কেউ তাদের অনুরোধ করবে না, ‘পাকিস্তানও জানে তারা বিশ্বকাপে খেলবে। তারা এমনিতেই কোলাহল করছে।