নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের মারপিটে কামাল ব্যাপারী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত কামাল একই এলাকার মৃত ইসমাইল ব্যাপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন নামের এক যুবকের বিয়ের প্রস্তুতি চলাকালে গানের শব্দ নিয়ে কামাল ব্যাপারীর সঙ্গে প্রতিবেশী শামসুল, সাজত ও শাজাহানদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শাজাহান ও তার ভাইরা কামালকে এলোপাথাড়ি মারধর করেন, এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে একই জেলার বাগাতিপাড়া উপজেলার জয়ন্তীপুর গ্রামে বিয়েবাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে বরের পরিবারের সদস্যদের মারপিট ও বাসরঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।