বিজ্ঞাপন
সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫

বিয়ে করলেন সেলেনা গোমেজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জীবনে নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় গায়িকা ও হলিউড তারকা সেলেনা গোমেজ। জনপ্রিয় গায়ক ও সংগীত প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজ ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে এ খবর জানান সেলেনা গোমেজ নিজেই।

ছবির ক্যাপশনে গোমেজ কিছু লিখেননি, তবে মন্তব্যে ব্লাঙ্কো লিখেছেন, ‘মাই ওয়াইফ ইন রিয়েল লাইফ।’

বিয়ের অনুষ্ঠানে গোমেজ পরেছিলেন ফুলেল এমব্রয়ডারির ছোঁয়ায় তৈরি সাদা হাল্টারনেক ব্রাইডাল গাউন। আর ব্লাঙ্কো সেজেছিলেন কালো টাক্সেডো ও বোটাইয়ে।

৩৭ বছর বয়সী ব্লাঙ্কো ও ৩৩ বছর বয়সী গোমেজ প্রায় এক দশক আগে পরিচিত হন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তাঁরা বাগ্‌দান সম্পন্ন করেন। এর আগে ২০১৯ সালে দুজন একসঙ্গে কাজ করেছেন গানের ভিডিওতে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় হোপ র‍্যাঞ্চ এলাকার একটি প্রাসাদে আয়োজন করা হয়েছিল রিহার্সাল ডিনার। আর মূল অনুষ্ঠানটি হয়েছে সি ক্রেস্ট নার্সারিতে, যেখানে ছিলেন দম্পতির ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের প্রায় ১৭০ জন অতিথি।

অতিথিদের জন্য ছিল বাড়তি নিরাপত্তা ও বিশাল সাদা তাঁবুর নিচে খাওয়াদাওয়া ও নাচগানের আয়োজন।

বিয়েতে অতিথি ছিলেন সেলেনার দীর্ঘদিনের বন্ধু টেইলর সুইফট, অভিনেতা পল রাড, ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ সিরিজের সহ–অভিনেতা মার্টিন শর্ট ও স্টিভ মার্টিন। উপস্থিত ছিলেন প্যারিস হিলটন, এড শিরান, অ্যাশলি পার্ক ও উইজার্ডস অব ওয়েভারলি প্লেসের সহশিল্পী ডেভিড হেনরি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More