যুক্তরাষ্ট্র থেকে ভারতের দিল্লিগামী ফ্লাইট এএ২৯২–এ এক তরুণ মাতাল অবস্থায় তার পুরুষ সহযাত্রীর ওপর প্রস্রাব করে দেয়। ভুক্তভোগী বিমানের ক্রুদের কাছে অভিযোগ করেন।
জানা যায়, অভিযুক্ত তরুণ একটি মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঘটনার পরেই ওই শিক্ষার্থী ক্ষমা চাওয়ায় ভুক্তভোগী বিষয়টি পুলিশে জানাননি। কারণ এতে অভিযুক্তর ক্যারিয়ার হুমকির মুখে পড়ে যেতে পারে। ।
ভুক্তভোগী বিষয়টিকে মিটিয়ে ফেললেও সংশ্লিষ্ট এয়ারলাইন বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছে। ক্রুরা ঘটনাটি জানার পর পাইলটকে অবহিত করে এবং পাইলট বিষয়টিকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে অবহিত করেন। পরে বিমানবন্দর পুলিশ অভিযুক্ত যাত্রীকে আটক করে দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করেন।
বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের জন্য কড়া শাস্তি পেতে হলো এই অভিযুক্তকে।
ফ্লাইটটি শুক্রবার (৩ মার্চ) স্থানীয় সময় রাত ৯টা ১৬ মিনিটে উড্ডয়ন করে। ১৪ ঘণ্টা ২৬ মিনিট পর শনিবার (৪ মার্চ) রাত ১০টা ১২ মিনিটে ফ্লাইটটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
অনু/দীপ্ত সংবাদ