বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। যদি চিকিৎসকরা নিশ্চিত করেন, তিনি বিমানে ওঠার জন্য উপযুক্ত, তাহলে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়া হবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াপল্টনে মসজিদে জুমার নামাজের পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি একথা বলেন। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপি মহাসচিব বলেন, এর মধ্যে দুই বছর তাঁকে নির্জন, পুরোনো কারাগারে আটক করে রাখা হয়েছে। সবাই সন্দেহ করেন, সেখান থেকেই তাঁর রোগের সূচনা হয়। চিকিৎসার অভাবে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। করোনার সময় থেকে গত চার বছর তিনি গুরুতর অসুস্থ ছিলেন। এরপর তিনি সুস্থ হলেও কিছুদিন আগে আবার অসুস্থ হয়ে পড়েন।
বৃহস্পতিবার খালেদা জিয়ার অবস্থার ‘অবনতি’ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা বিলম্বিত হয়েছে এবং কাতার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যায়নি। মির্জা ফখরুল আজ সকালে সাংবাদিকদের বলেন, ‘এটি কেবল বিমানের সমস্যা নয়, তার স্বাস্থ্যের অবস্থাও একটি কারণ। গতকাল তার স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছিল।’