শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫

বিমানবন্দরে ফোন চুরি: সেই আনসার সদস্য চাকরি থেকে স্থায়ী বহিষ্কার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ভস্মীভূত আমদানি কার্গো কমপ্লেক্স থেকে অনৈতিকভাবে কিছু বাটন ফোন চুরি করে বের করার সময় ঘটনাস্থলেই আটক আনসার সদস্য জেনারুল ইসলামকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৬ নভেম্বর বিমানবন্দর অভ্যন্তরে দায়িত্ব পালনরত এক অঙ্গীভূত আনসার সদস্যের পোশাকের ভিতরে লুকানো অবস্থায় ১৪টি বাটন মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যা নিঃসন্দেহে দুঃখজনক এবং বাহিনীর নীতিআদর্শের পরিপন্থী।

এ ঘটনায় বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করেছে। সংশ্লিষ্ট সদস্যকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে এবং কালো তালিকাভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় বাহিনীর শৃঙ্খলাবিরোধী বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত যেকোনো সদস্যের বিরুদ্ধে কঠোর ও তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে বিমানবন্দর ৮ নম্বর গেট থেকে আনসার সদস্য জেনারুল ইসলামকে আটক করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিরাপত্তা কর্মী।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More