দ্বিতীয় দফায় অবরোধের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে বিএনপি–জামায়াতকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ কয়েকজনকে আটক করেছে।
নারায়ণগঞ্জের তল্লা এলাকায় মহানগর যুবদলের নেতাকর্মীরা মিছিল থেকে একটি প্রাইভেটকার ভাঙচুর করে। ঢাকা–সিলেট মহাসড়কের আড়াইহাজারের বান্টি বাজার এলাকায় বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া এশিয়ান হাইওয়েতে আগুন জ্বালিয়ে ঝটিকা মিছিল করে তারা।
গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। ভোগড়াবাইপাস এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেয় তারা।
বগুড়া–রংপুর মহাড়কের তেলিপুকুর এলাকায় পুলিশের সাথে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। বিশৃঙ্খলা এড়াতে সড়ক–মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপি–জামায়াত কর্মীরা ককটল বিস্ফারণ ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকল নিক্ষেপকরে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। এসময় বিএনপি–জামায়াতের ৩ কর্মীকে আটক করে পুলিশ।
আল / দীপ্ত সংবাদ