বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার নতুন উপধরণ– ‘জেএন ডট ওয়ান‘। তবে বাংলাদেশে এখনও পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রচলিত ভ্যাকসিনের ওপরই আস্থা রাখছেন তারা।
চলতি বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রথম শনাক্ত হয় ‘জেএন ডট ওয়ান’। করোনার অমিক্রন ধরনের নতুন এই উপধরণটি, এরইমধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের ৪১টি দেশে। বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে, ২০ বারের বেশি মিউটেশন হয়েছে ভাইরাসটির।
সম্প্রতি ভারতের কেরালায় এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। মারাও গেছেন কয়েকজন। তবে বাংলাদেশে এখনও এই উপধরণ পাওয়া যায়নি। তিনি জানান, ষাটাের্দ্ধ এবং ডায়াবেটিস, কিডনীসহ জটিল রোগীদের ঝুঁকি একটু বেশি।
‘জেএন ডট ওয়ান’ উপধরণের বিষয়ে সতর্ক অবস্থায় আছে সরকার। দেশের প্রবেশদ্বারগুলোতে নিয়মিত স্ক্রিনিং করা হচ্ছে। আতঙ্কিত না হয়ে, ঘরের বাইরে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন তারা।
আরও পড়ুন: করোনার ‘জেএন ডট ওয়ান’কে ‘ভ্যারিয়্যান্ট অফ ইন্টারেস্ট’ শ্রেণিভুক্ত
আল/ দীপ্ত সংবাদ