দেশের কোথাও কোথাও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমলেও বিভিন্ন জেলায় এখনো বাড়ছে রোগীর সংখ্যা। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১৬১ জন নতুন আক্রান্ত হয়েছে।
ঢাকার সাভারে গত ২৪ ঘন্টায় ৩১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এছাড়া আরো ৩৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। টাঙ্গাইলে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৮ জন। বরগুনায় ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৫ জন।
মানিকগঞ্জে জেলা হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে ১৫ জন ডেঙ্গু রোগী। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কিছুটা কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা। নতুন ২১ জনসহ চিকিৎসাধীন আছেন ১০২ জন ডেঙ্গু রোগী।
পটুয়াখালীতে ২৪ ঘন্টায় রোগী শনাক্ত হয়েছে ৬০ জন। নওগাঁয় কমতে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৭ জন। গাইবান্ধায় নতুন ৪ জনসহ হাসপাতালে ভর্তি আছে ১২ জন ডেঙ্গু রোগী।
আল আমিন/ দীপ্ত সংবাদ