বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে পদত্যাগ করতে ক্রিকেটাররা আলটিমেটাম দিলেও তিনি এখন পর্যন্ত পদত্যাগ করেননি। দাবি পূরণ না হওয়ায় ক্রিকেটাররাও আজ বৃহস্পতিবার মাঠে যাননি। শুরু হয়নি বিপিএলের ঢাকা পর্বের দিনের ১ম ম্যাচ।
গেল রাতেই বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছিল ক্রিকেটার্স ওয়েলফায়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এরপর বিসিবি নানভাবে তাদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করলেও সেটি আলোর মুখ দেখেনি।
সূচি অনুযায়ী দিনের প্রথম খেলা শুরু হওয়ার কথা দুপুর ১টায়। অর্থাৎ টস হবে সাড়ে ১২টায়। কিন্তু এর মধ্যে টসের সময় পার হলেও কোনো দল মাঠে আসেনি। বনানীর একটি হোটেলে কোয়াব দুপুর ১টায় সংবাদ সম্মেলন করবে।
নোয়াখালীর হেড কোচ খালেদ মাহমুদ সুজন ও চট্টগ্রামের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমনও সেখানেই আছেন। অর্থাৎ তাদের দলও এই বয়কটে সামিল হয়েছে। ফলে আজ দিনের প্রথম খেলা হচ্ছে না।