শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে গুঁড়িয়ে দ্বাদশ বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এ নিয়ে দ্বিতীয়বার বিপিএল শিরোপা জিতল রাজশাহী। এর আগে বিপিএল ২০১৯–২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।
শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শে–রে–বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিং পাঠান চট্টগ্রাম অধিনায়ক মেহেদী হাসান।
ব্যাটিং করতে নেমে উড়ন্ত সূচনা পায় রাজশাহী। তানজিদ তামিম ও সাহিবজাদা ফারহান ধৈর্য্যশীল ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৬২ বলে ৮৩ রান যোগ করার পর আউট হন ফারহান (৩০ বলে ৩০)। এরপর ক্রিজে আসা কেইন উইলিয়ামসন সঙ্গে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন তানজিদ। আউট হওয়ার আগে ১৫ বলে ২৪ রান করেন উইলিয়ামসন। তামিম আউট হন দলীয় ১৬৩ রানের সময়। ৬২ বলে ৬টি চার ও ৭ ছক্কায় ১০০ রানের নান্দনিক এই ইনিংস খেলেন তিনি।
শেষদিকে ৬ বলে ৭ রান করে নিশাম অপরাজিত থাকলেও ৭ বলে ১১ রান করে আউট হন শান্ত। তাতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রানে থামে রাজশাহী ওয়ারিয়র্স।
১৭৫ রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে চট্টগ্রাম রয়্যালস। দলীয় ১৮ রানের মাথায় সাজঘরে ফেরেন দুই ব্যাটার। ১০ বলে ৯ রান করেন ওপেনার নাঈম শেখ। আর ২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি মাহমুদুল হাসান জয়।
চতুর্থ উইকেটে ব্যাট করতে নামেন উইকেটরক্ষক ব্যাটার জাহিদুজ্জামান। তাকে নিয়ে কিছুক্ষণ লড়াই চালিয়ে যান মির্জা বেগ। কিন্তু ১৩ বলে ১১ রান করে আউট হন জাহিদুজ্জামান আর আউট হওয়ার আগে ৩৬ বলে ৩৯ রান করেন মির্জা বেগ। ৭২ রানেই ব্যাটিং লাইন আপের অর্ধেক সদস্যকে হারিয়ে ১৭ ওভার ৫ বলে ১১১ রানে অলআউট হয় চট্টগ্রাম রয়্যালস।
উল্লেখ্য, বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ৪বার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এসএ