বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সময়সূচি পেছানোর অনুরোধ করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ক্লাবটির দাবি, এত অল্প সময়ে টুর্নামেন্টের প্রস্তুতি নিতে হিমশিম খাচ্ছে তারা, তাই বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে সময় বাড়ানোর আবেদন করেছে তারা।
সম্প্রতি বিপিএল গভর্নিং কাউন্সিল ঘোষণা দিয়েছে, এবারের আসরে মোট পাঁচটি দল অংশ নেবে এবং টুর্নামেন্টটি শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে। এর পরপরই বিপিএল টুয়েন্টির ফ্র্যাঞ্চাইজি মালিকানা অধিকার অর্জনের জন্য আগ্রহপত্র (Expression of Interest) আহ্বান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রবিবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে বিসিবি জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএল টুয়েন্টি‘র ফ্র্যাঞ্চাইজি মালিকানা অধিকার অর্জনের জন্য স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান, কোম্পানি এবং সংগঠনগুলোর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আগ্রহপত্র আহ্বান করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই অধিকার ধারাবাহিক পাঁচটি আসরের (১২তম থেকে ১৬তম মৌসুম পর্যন্ত) জন্য প্রদান করা হবে।’
বিসিবি সম্ভাব্য ১০টি ফ্র্যাঞ্চাইজি অঞ্চলের নামও প্রকাশ করেছে—বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট। এর মধ্যে থেকে চূড়ান্তভাবে পাঁচটি দল অংশ নেবে আসন্ন মৌসুমে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচনের অংশ হিসেবে বিপিএল গভর্নিং কাউন্সিল ১২তম আসর (২০২৬) উপলক্ষে অন্তত পাঁচটি যোগ্য আগ্রহপত্র বিবেচনা করবে।’
এই ঘোষণার পর থেকেই গুঞ্জন ওঠে, ফরচুন বরিশাল হয়তো এবারের বিপিএলে অংশ নেবে না। তবে দলের মালিক মিজানুর রহমান এই ধারণা নাকচ করেছেন। ক্রিকবাজকে তিনি বলেন, ‘আমি কোথাও বলিনি যে আমরা বিপিএলে খেলব না। আমি শুধু বলেছি, এত অল্প সময়ে আমাদের মতো দলের পক্ষে প্রস্তুতি নেয়া কঠিন, তাই আমরা সময় বাড়ানোর অনুরোধ করেছি। সবাই আমাকে ফোন করছে, আমি তাদের (বিসিবি) বলেছি যে সময়টা খুবই কম এবং আমাদের মতো দলের পক্ষে এটা সম্ভব হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘আমাদের খেলোয়াড় থাকলেও, তহবিল জোগাড় করতে হবে, যেসব সরঞ্জাম লাগবে তা আনতে হবে, খেলোয়াড় কিনতে হবে—এই এক–দেড় মাসে দিনরাত কাজ করলেও সেটা সম্ভব না। আমি শুধু অন্য একটা সময় চেয়েছি, এখন দেখি তারা কী বলে। আমি বলিনি আমরা খেলব না, কিন্তু যদি সময় পরিবর্তন করা হয় তাহলে আমরা খেলব… কারণ আমরা সবসময় খেলাটার সঙ্গে ছিলাম, আমরা খেলার বাইরে নই।’
তিনি বলেন, ‘আমি মনে করি না কোনো ভালো দল এত কম সময়ে খেলতে আগ্রহী হবে। আমার মনে হয়, যেসব দল অভিজ্ঞ নয় তারাই খেলতে আগ্রহী হবে। আমরা এপ্রিল–মেতে টুর্নামেন্টটা করতে পারি। টুর্নামেন্টটা শুধু করার জন্য করা ঠিক হবে না, এবং আমি মনে করি আমাদের বাদ দিয়ে বিপিএল আয়োজন করাও সঠিক হবে না।’
তিনি আরও পরিষ্কার করেছেন তাদের অধিনায়ক তামিম ইকবালকে ঘিরে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি নিয়েও। সম্প্রতি তামিম নবনির্বাচিত বিসিবি সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বাধীন ক্রিকেট কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছিলেন।
এ প্রসঙ্গে মিজানুর বলেন, ‘আমি মনে করি না তার (তামিমের) বক্তব্যে এমন কিছু ছিল যে সে বিপিএলে খেলবে না। আমার ধারণা, সে সাধারণ খেলাধুলা নিয়ে কথা বলেছে। যদি বিপিএল হয়, আমি তাকে খেলতে বলব এবং আমার মনে হয়, যদি বরিশাল খেলে, তামিমও খেলবে।’