বিপিএলে হ্যাটট্রিক হার পূরণ করা সিলেট স্ট্রাইকার্স প্রথম জয়ের খোঁজে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
মিরপুর থেকে সিলেট ভেন্যু পরিবর্তন হলেও ভাগ্যের পরিবর্তন হয়নি সিলেট স্ট্রইকার্সের। তিন ম্যাচ খেলে সব কটিতেই হেরেছে সিলেট। অন্যদিকে, ঢাকা ও সিলেট পর্ব মিলিয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচের তিনটিতে জিতেছে চট্টগ্রাম। এতে পয়েন্ট টেবিলের দুইয়ে রাজত্ব করছে বন্দরনগরের দলটি।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, রায়ান বার্ল, জাকির হাসান, সামিত প্যাটেল, আরিফুল হক, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), হ্যারি টেক্টর, দুশান হেমন্ত, তানজিম হাসান সাকিব ও রেজাউর রহমান রাজা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: আবিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, সৈকত আলী, শাহাদাত হোসেন, নাজিবুল্লাহ জাদরান, শুভাগত হোম (অধিনায়ক), টম ব্রুস, শহিদুল ইসলাম, নিহাদুজ্জামান, বিলাল খান ও আল–আমিন হোসেন।
আরও পড়ুন: বিপিএল: বরিশালের হ্যাটট্রিক হার
এসএ/দীপ্ত নিউজ