বিপিএলের নবম আসরের ফাইনাল আজ। সন্ধ্যা সাড়ে ৬টায় চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ানস। আর প্রথমবার শিরোপা নিজেদের করার প্রত্যয়ে খেলবে সিলেট স্ট্রাইকার্স।
আসরের শুরুতে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছিলেন, চ্যাম্পিয়ান হওয়ার জন্যই মাঠে নামবে কুমিল্লা। কোচের কথা মত, বিপিএলের সফলতম অধিনায়ক ইমরুল কায়েসও দলকে নিয়ে এসেছেন চতুর্থ শিরোপার দোরগোড়ায়।
অন্যদিকে এবার আসর শুরুর আগে থেকেই চমক দিয়েছে সিলেট। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা যে দলে থাকবেন, সেখানে আত্মবিশ্বাসের কোনো ঘাটতি থাকবে না- সেটা জানা ছিলো সকলেরই। নবম আসরে এসে দলের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবারের মত ফাইনালে পা রেখেছে সিলেট।
শুরুটা অবশ্য প্রত্যাশা অনুযায়ী হয়নি কুমিল্লার। প্রথম তিন ম্যাচে হারের পর, স্বরূপে ফেরে তারা। প্রথম কোয়ালিফায়ারে সিলেটকে হারিয়ে, প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ানরা। অন্যদিকে, গ্রুপ পর্বের পুরো সময়টাই টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছিলো মাশরাফির সিলেট। এলিমিনেটর ম্যাচে হোচট খেলেও, দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে, ফাইনালে ওঠে সিলেট স্ট্রাইকার্স।
এদিকে, ফাইনালের আগে থাকছে সমাপনী কনসার্ট। যেখানে গান গাইবে ওয়ারফেজ, নগরবাউলের মত ব্যান্ডদল।