ভারতীয় শীর্ষ নিরাপত্তা মহলের সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, যদি ভারত পুনরায় যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে তাদের ধ্বংস হওয়া যুদ্ধবিমানগুলোর ধ্বংসাবশেষের নিচেই তাদের কবর দেয়া হবে। খবর জিও নিউজের।
খাজা আসিফ রবিবার (৫ অক্টোবর) ভোরে সামাজিক মাধ্যমে একটি পোস্টে ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যকে “হারানো বিশ্বাসযোগ্যতা ফেরানোর ব্যর্থ চেষ্টা” হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, উক্ত নেতারা শীর্ষ মহলের চাপেই এ ধরনের কড়া কথা বলছেন। তিনি আরও বলেন, “৬–০ ব্যবধানে পরাজয়ের পরও যদি তারা আবার চেষ্টা করে, পাকিস্তানের স্কোর আরও ভালো হবে।”
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ওই পরাজয়ের পর ভারতের জনমত ক্ষমতাসীন দলের বিরুদ্ধে সরে গেছে এবং নেতাদের কথাতেই সেটি প্রতিফলিত হচ্ছে।
তিনি তার পোস্টে আরও বলেন, “পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র, আমাদের রক্ষাকারীরা আল্লাহর সৈনিক। এবার, ভারত, ইনশাআল্লাহ তাদের বিমানগুলোর ধ্বংসাবশেষের নিচেই কবরস্থ হবে। আল্লাহু আকবর।”
এর আগে পাকিস্তানি সামরিক মুখপাত্রও ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। দেশটির সশস্ত্র বাহিনীর ইন্টার–সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, উসকানিমূলক ও উগ্রবাদী মন্তব্য আগ্রাসনের অজুহাত তৈরির ঝুঁকি তৈরি করতে পারে এবং এর ফলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে আসার সম্ভাবনা রয়েছে।
এর আগে শুক্রবার (৩ অক্টোবর) ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে জানিয়েছেন, মানচিত্রে স্থান বজায় রাখতে হলে পাকিস্তানকে সন্ত্রাসবাদ সমর্থন বন্ধ করতে হবে।
একই সপ্তাহে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, নির্দিষ্ট ক্ষেত্রে আগ্রাসনের চেষ্টা হলে “এমন জবাব দেওয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিতে পারে।”