বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে দেশের শিল্প-কারখানার উৎপাদন শতকরা অন্তত ৪০ ভাগ কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আজ এক আলোচনায় তারা বলেন- শিল্পখাতে ধস ঠেকাতে, দ্রুত সমস্যা সমাধান করতে হবে। তবে, তাদেরকে তেমন আশার বাণী শোনাতে পারেননি প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা।
বেশ কিছুদিন ধরেই বিদ্যুৎ ও গ্যাস সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর নেতিবাচক প্রভাব পড়েছে শিল্প খাতে। ফলে ব্যাহত হচ্ছে উৎপাদন। শিল্প খাতে বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রভাব ও সমাধান নিয়ে রবিবার রাজধানীর একটি হোটেলে আলোচনার আয়োজন করে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ। এতে ব্যবসায়ীরা বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে, অনেক কারখানা বন্ধ হয়ে যাবে। তারা বলেন, প্রয়োজনে বাসা-বাড়িতে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ কমিয়ে, তা শিল্প কারখানায় দিতে হবে।
শিগগিরই গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান হবে না বলে জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। তিনি আরো বলেন- শীতে চাহিদা কমলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।