শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা মিঠুন ঢালীর বিরুদ্ধে।
এ ঘটনায় গতকাল শুক্রবার (০৩ অক্টোবর) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম।
জাজিরা থানা সুত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা মিথুন ঢালী জাজিরা থানার আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন। এরপর গত ২৯ সেপ্টেম্বর বৃক্ষ রোপন কর্মসূচী পালন ও মিছিল করে জাজিরা থানা এলাকায় গোপন মহড়া করেন। পরে পুলিশী অভিযানের প্রেক্ষিতে জাজিরার কুণ্ডেরচর ইউনিয়ন এলাকার ফিরোজ খা‘র বাড়ীতে অবস্থান করার তথ্য পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার(নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদের নেতৃত্বে অভিযান চালালে মাইকে ঘোষণা দিয়ে আওয়ামীলীগের নেতারা পুলিশের উপর হামলা করার চেষ্টা করে কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের কারণে পুলিশ বাদী হয়ে গত ২ অক্টোবর ৬৫ জনের নাম উল্লেখ্যসহ আরও ৩০/৪০ জনকে আসামী করে জাজিরা থানায় একটি সন্ত্রাসবিরোধী মামলা দায়ের করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই মামলার ২নং আসামী মিথুন ঢালী শুক্রবার (০৩ অক্টোবর) দুপুরে একটি বিদেশী নম্বর থেকে ফোন করে ওসি মাইনুল ইসলাম ও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনুসকে হত্যা করার হুমকি দেয়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য সম্বলিত পোষ্ট করে আওয়ামীলীগ নেতাকর্মীদের উস্কানী দেয়া হচ্ছে।
এবিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, মিঠুন ঢালী কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে জাজিরা থানা এলাকায় গোপন বৈঠক করে একটি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। এছাড়াও ফোন করে হুমকি প্রদানের বিষয়টি নিয়ে একটি জিডি করা হয়েছে। এসব আওয়ামী সন্ত্রাসীদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে।
আল