বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ‘আন্দোলন দমাতে সরকার বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে।’
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিদেশি কূটনীতিকদের কাছে সরকারের বিরুদ্ধে নির্যাতন ও মামলা দিয়ে আন্দোলন দমানোর অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির আমন্ত্রণে সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে ইফতারে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়ার রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
ইফতার আয়োজনে অংশ নেন ২২টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক। ইফতারের আগে বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘আন্দোলন দমাতে সরকার বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে।’
মির্জা ফখরুল দাবি করেন, ‘গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করছে, নানাভাবে তাদেরকে বাধা দেয়া হচ্ছে।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখার অভিযোগ করে সবাইকে যুগপৎ আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
এফএম/দীপ্ত সংবাদ