বিতর্ক ও সমালোচনা ছাপিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। উদ্বোধনী দিনে রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে বিকেল ৩টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হবে। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।
বিপিএল শুরুর আগমুহূর্তে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা। নেতিবাচক খবরের শিরোনামে উঠে আসে নবাগত নোয়াখালী এক্সপ্রেসও। নানা অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়ে দলের অনুশীলন ছেড়ে যান দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। পরে অবশ্য অভিমান ভেঙে তারা যোগ দেন দলে। বরাবরের মতো এবারও বিতর্ক সঙ্গী করেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
রাজশাহী–সিলেট ম্যাচের আগে স্টেডিয়ামে ‘ডে লাইট ফায়ার ওয়ার্ক’ প্রদর্শিত হবে। বিপিএলের উদ্বোধন ঘোষণার সময় হবে প্রাথমিক আনুষ্ঠিকতা। এই সময় সন্ত্রাসী হামলায় শহীদ শরীফ ওসমান হাদির স্মারণে এক মিনিট নীরবতা পালন করা হবে।
শুরুতে কোরআন তিলওয়াত এবং সমন্বিত সুরে উপস্থিত সকলে কণ্ঠ মেলাবেন বাংলাদেশের জাতীয় সংগীতে। এরপর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ৩টায় মাঠে গড়াবে সিলেট–রাজশাহীর উদ্বোধনী ম্যাচ। বিসিবির কর্মকর্তা ও বিপিএলের গভর্নিং কাউন্সিল তা মাঠে উপস্থিত থেকে উপভোগ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় ভাগ হবে এই ম্যাচ শেষে। যেখানে নাচ ও গানের আয়োজন থাকছে। বিপিএলে অংশ নিতে যাওয়া ছয় ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। ফুয়াদ মুকতাদিরের কোরিওয়াগ্রাফিতে হবে গানের অনুষ্ঠান। ৪৫ মিনিটের সেই অনুষ্ঠান শেষে ৭টা ৪৫ মিনিটে শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচ। যেখানে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস পরস্পরের মোকাবিলা করবে।