দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না আসার কারণে শূন্যতা ও হতাশা রয়েছে, বিএনপিসহ যারা নির্বাচনে আসতে চাচ্ছেন না তারা যদি নির্বাচনে আসতে চান তাহলে আইন অনুযায়ী সেই সুযোগ তৈরি করা হবে বলে মনে করেন, নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।
সোমবার (২০ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন এই কর্মকর্তা।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসতে চাইলে স্বাগত জানাবে কমিশন। বিভাজন তৈরি হলে মাঠের রাজনীতি শান্ত থাকেনা। তবে যেকোন সময় রাজনৈতিক পরিস্থিতি শান্ত হতে পারে।
নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখার আহবান জানিয়ে রাশেদা বলেন,রাজনৈতিক সংকট দূর করার পদক্ষেপ ইসি আইন অনুযায়ী নিতে পারেনা। নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে হবে। আচরণবিধি প্রতিপালনে ইসি কঠোর থাকবে। প্রার্থীদের জন্য ইসির সর্বোচ্চ চেষ্টা থাকবে ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা।
সব দল নির্বাচনে আসছে না এটা এক ধরণের শূন্যতা ও হতাশা জাতির কাছে উল্লেক করে এ কর্মকর্তা বলেন, যিনি নিরপেক্ষতা হারাবেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বদ্ধপরিকর ইসি। যেভাবেই হোক সুন্দর নির্বাচন করবে ইসি। সবাই নির্বাচনে নির্বাচনে আসবে আশাবাদী কমিশন। ভোটের সময় সরকারের কাজ এখন আমাদের সহযোগিতা দেয়া। আমরা আশাকরি তারা সেই সহযোগিতা দিবেন।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ