ভারত বিরোধিতার নামে বিএনপি আবারও ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৮ জুন) সকালে বাইসাইকেল র্যালির উদ্বোধন অনুষ্ঠানে, এ কথা বলেন তিনি। তিনি জানান, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বঙ্গবন্ধুকন্যা কিছু করেন না।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে রাজধানীতে বাইসাইকেল শোভাযাত্রার আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমণ্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শোভাযাত্রার আগে দেয়া বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কর্মসূচির পাল্টা কোন কর্মসূচি আওয়ামী লীগ দিচ্ছে না। আগে থেকেই সারাদেশে আওয়ামী লীগের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি চলছে। এ সময় বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ভারত বিরোধিতার নামে দলটি ভুল পথে যাচ্ছে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে পৃথক এক আলোচনা সভার আয়োজন করে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম। এতে বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নের স্বার্থেই ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রয়োজন।
আল/ দীপ্ত সংবাদ