বিএনপির নির্বাচন পণ্ড করার স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় মনোনয়ন ঘোষণার পর দেশে এখন নির্বাচনী স্রোত তৈরি হয়েছে। বিএনপি রাজনৈতিক আন্দোলন বাদ দিয়ে চোরাগোপ্তা হামলা করে নির্বাচন প্রতিহত করতে পারবে না।
সোমবার (২৭ নভেম্বর) শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, আওয়ামী লীগের শক্তি বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগের মনোনয়ন তালিকা ঘোষণার পর থেকে দেশে নির্বাচনের উৎসব শুরু হয়েছে। মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে।
তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন সময় অনুযায়ী কৌশলের ভিত্তিতে দেয়া হয়েছে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ কৌশল নির্ধারণ করেছেন। সুতরাং ডামি ও স্বতন্ত্র প্রার্থী নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না।
বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, বিএনপি আন্দোলনের ব্যর্থ হয়েছে। এখন তারা নানা জায়গায় চোরাগোপ্তা হমালা করছে। নির্বাচন বানচাল করার নানা পাঁয়তারা করছে।
আওয়ামী লীগ সঙ্গী খুঁজে বেড়াচ্ছে–বিএনপির এমন বক্তব্যে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী দেশের বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের আন্দোলন–সংগ্রাম ও নেতৃত্বে আওয়ামী লীগ প্রধান ভূমিকা পালন করেছে। তাই আওয়ামী লীগের সঙ্গী খোজার দরকার হয় না। বরং বিএনপি সঙ্গী ছাড়া চৱতে পারেনা।
এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, ডাক্তার মিলনদের মতো আত্মত্যাগকারীদের কারণেই গণতান্ত্রিক আন্দোলন সব সময় সফলতা পেয়েছে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ