দল হিসেবে নির্বাচনে অংশ না নিলেও বিএনপির অনেক নেতা ভোটে আসছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে এ কথা বলেন দলের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, নির্বাচনী ট্রেন চলছেই, কারও বাধায় এটি থামবে না। নির্বাচন হবে নির্বাচনের গতিতে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ, বিএনপির নাশকতা, নির্বাচন ঘিরে আন্তর্জাতিক তৎপরতাসহ সমসাময়িক নানা বিষয়ে প্রশ্নের উত্তর দেন তিনি।
বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া শাজাহান ওমর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শাহজাহান ওমরের মনোনয়ন কৌশলগত। বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতার নাম উল্লেখ করে ওবায়দুল কাদের দাবি করেন, নির্বাচনে দলটির অনেক নেতাই অংশ নিচ্ছেন।
বিএনপির চলা হরতাল–অবরোধে এখন পর্যন্ত ২৭৩টি গাড়ী পোড়ানো হয়েছে। দলটি আন্দোলনে ব্যর্থ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দলের ‘স্বতন্ত্র‘ প্রার্থীদের বিষয়ে ১৬ ডিসেম্বরের আগে সিদ্ধান্ত হবে বলেও জানান ওবায়দুল কাদের।
এসএ/দীপ্ত নিউজ