বিএনপিকর্মী মকবুল হোসেন হত্যা মামলায় সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিচারক এই আদেশ দেন।
এর আগে, দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল এবং জামিনের জন্য আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ফারুক খানের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার (১৪ অক্টোবর) রাত ১টা ৪৫ মিনিটে ঢাকার সিএমএইচ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
মামলা সূত্রে জানা গেছে, দুই বছর আগে ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপি একদফা দাবি আদায়ের জন্য কর্মসূচি ঘোষণা করেছিল। এর আগে, ৭ ডিসেম্বর ডিবি পুলিশের কর্মকর্তা হারুন অর রশীদ, মেহেদী হাসান এবং বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে সেখানে ভাঙচুর চালায়। এছাড়া, কার্যালয়ের বাইরে জড়ো হওয়া হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় মকবুল হোসেন নামে একজন বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি গত ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায়ই সাবেক মন্ত্রী ফারুক খানকে রিমান্ডে নেয়া হলো।