ঢাকা ও এর আশপাশের এলাকার মধ্যে নারায়ণগঞ্জে বায়ু দূষণের মাত্রা সবচেয়ে বেশি। পরিবেশ অধিদপ্তরের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ইটভাটা ও গাড়ির ধোঁয়া এবং নির্মাণকাজের কারণে মূলত এমনটি হচ্ছে বলে জানানো হয়।
গত সপ্তাহের ৬ দিন এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই স্কোরে, বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ছিল ঢাকা। একিউআই ২০১ থেকে ৩০০’র মধ্যে থাকলে, তা স্বাস্থ্যসতর্কতার ক্ষেত্রে জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। ঢাকার স্কোর তিনশ’র কিছু কম বা বেশি ছিল।
কিন্তু ‘ক্লিন এয়ার এন্ড সাস্টেনএবল এনভারমেন্ট’ শিরোনামে পরিবেশ অধিদপ্তরের একটি গবেষণার তথ্য অনুযায়ী, নারায়নগঞ্জে বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি। ((গ্রাফিক্স)) চলতি বছরের জানুয়ারির ১ থেকে ২৪ তারিখ পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভারের বায়ুর মানের ওপর এ গবেষণা চালানো হয়।
শনিবার ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট আয়োজিত ‘রাজধানীর বিপর্যস্ত বায়ু: নগরায়নের বিদ্যমান প্রেক্ষিত ও করণীয়’ শীর্ষক অনলাইন আলোচনায় এ তথ্য জানানো হয়। কী কারণে বায়ুর মান খারপ হচ্ছে তাও তুলে ধরেন গবেষকরা।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতি বছর নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ৭০ লাখের মতো মানুষের অকাল মৃত্যু হয়।