কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি)। ঝিনাইদহে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মাহবুব আলী খানকে দাফন করা হয়।
এদিকে জানাজা নামাজের মাঠ থেকে মনির খানের আইফোন ১৪–প্রো ম্যাক্স চুরি হয়ে গেছে। সংগীতশিল্পী নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, নামাজের সময় মনির খানের পকেট থেকে মোবাইলটি চুরি হয়ে যায়। তিনি সেটা খেয়াল করেননি। জানাজার মধ্যে এ ধরনের চুরির ঘটনা খুবই দুঃখজনক বলছেন তিনি।
সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এই শিল্পী।